Skip to main content

Posts

Showing posts from January, 2021

বিবেকানন্দ বনাম রবীন্দ্রনাথ

  সত্যি কখনও দ্বন্দ্ব ঘটেছিল? উপলক্ষ কি নিবেদিতা? যৌ বনে মাঝে মাঝেই রবীন্দ্রনাথের গান গেয়ে ওঠা ছিল নরেন্দ্রনাথের স্বভাব। ১৮৮৭ সালে নরেন্দ্রনাথের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল ‘সঙ্গীত কল্পতরু’। সেখানে নরেন্দ্রনাথ রবীন্দ্রনাথের ১২টি গান অন্তর্ভুক্ত করেছিলেন। এই প্রসঙ্গটি এল কারণ ১৮৯৯ সালের ২৮ জানুয়ারি শনিবারের এক বিকেলে বসেছিল চা-পানের আসর। নিবেদিতা ঠিক করেছিলেন তাঁর বাগবাজারের বাড়িতে তিনি চা-পানের আমন্ত্রণ জানাবেন রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু এবং বিবেকানন্দকে। এর আগে বহু বার নরেন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছে। এমনকী রবীন্দ্রনাথের কাছে বসে গানও শিখেছেন তিনি। (ব্রাহ্ম সমাজের অন্যতম আকর্ষণীয় যুবক কৃষ্ণকুমার মিত্রের সঙ্গে রাজনারায়ণ বসুর কন্যা শ্রীমতী লীলার বিয়ে উপলক্ষে ব্রহ্ম সঙ্গীত ‘যে প্রেমের পথ গেছে অমৃত সদনে, সে প্রেম দেখায়ে দাও পথিক দু’জনে’ গানটি রবীন্দ্রনাথের কাছে বসে শিখেছিলেন নরেন্দ্রনাথ।) সেই চা-পানের আসরেই বিবেকানন্দ আর রবীন্দ্রনাথের কোনও কথাই হল না। দু’জন যে দু’জনকে চিনতেন সে কথাও প্রকাশ করলেন না কেউই। চা-পানের আসরে নিবেদিতার অনুরোধে গান শুনিয়েছিলেন রবীন্দ্রনাথ।